বগুড়ার ধুনটে বাবার সাথে মাছ মারতে গিয়ে সোমর মিয়া ওরয়ে স¤্রাট (১০)নামের তৃতীয় শ্রেণীর এক স্কুল নদীর পানিতে ডুবে মারা গেছে।হৃদয় বিদারত ঘটনাটি ঘটে গতকাল শানিবার সকালে সদর এলাকার পেঁচিবাড়ী এলাকায় বাঙ্গালী নদীতে।
নিহত সোমর মিয়া উপজেলার পেঁচিবাড়ী গ্রামের লাল চাঁনের ছেলে ও পেঁচিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর শিক্ষার্থী।
ধুনট থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, উপজেলার সদর ইউনিয়নের পেঁচিবাড়ী গ্রামের লাল মিয়ার ছেলে স¤্রাট শনিবার সকালে তার বাবার সাথে মাছ ধরতে বাঙ্গালী নদীতে যায়। বাবা মাছ ধরার জন্য নদীতে নামে ছেলে স¤্রাট নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে। বাবা নদীতে জাল ফেলে মাছ ধরা শুরু করলে, ছেলেও পানিতে নামতে চায়, এতে তার বাবা তাকে নিষেধ করে।
এর একপর্যায়ে বাবা অন্যদিক হয়ে জাল ফেলতে শুরু করলে ছেলে স¤্রাট সুযোগ বুঝে নদীতে নামে, একপর্যায়ে অসাবধানতাবসত নদীর পানিতে ডুবে যায় সম্রাট। এতে করে তার শলিল সামাধি হয়।
পরে খোঁজাখুজির ২ ঘন্টা পর জাল টেনে স্কুলছাত্র সম্রাটের লাশ উদ্ধার করে স্থানীয়রা।