নেশা জাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে একই পরিবারের তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর পেয়ে শনিবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের।
জানা গেছে, ওই গ্রামের বাবুলাল মুন্সি ও তার স্ত্রী প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত এগারোটার দিকে খাবার খেয়ে অচেতন হয়ে পরে। একইসময় খাবার খেয়ে বাবুলাল মুন্সির কলেজ পড়-য়া পুত্র শুভ মুন্সি ঝিমুনিভাব অনুভব করে তার কাকা মৃনাল মুন্সিকে বিষয়টি অবহিত করে। পরবর্তীতে রাত বারোটার দিকে বাবুলাল মুন্সি তার স্ত্রী শিপ্রা রানী মুন্সী ও তাদের পুত্র শুভ মুন্সিকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মেশানোর কারণে তারা অসুস্থ হয়ে পরেছে। ওই চক্রটি সুযোগ বুঝে ঘরের মালামাল হাতিয়ে নেয়ার জন্যই এহেন কাজ করেছে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।