রংপুর-৩ আসনে উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে একক প্রার্থী নির্বাচনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দলের চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচন নিয়ে গোলাম মোহাম্মদ কাদের ও রওশন এরশাদের বিবদমান সংকট নিরসন না হলে এই উপনির্বাচনেও দলের একক প্রার্থী মনোনয়নে অনিশ্চয়তা কাটার সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। তবে, পরিস্থিতি সেদিকে গড়ালে সংকট দেখা দেবে দলীয় প্রতীক ‘লাঙ্গল’ বরাদ্দ পাবেন কে, তা নিয়ে।
একটি সূত্র বলছে, জাপার শীর্ষ নেতারা একমত হতে ব্যর্থ হলে ‘লাঙ্গল’ প্রতীক বরাদ্দের বিষয়টি অনেকটাই নির্ভর করবে নির্বাচন কমিশন এর ওপর।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, হুসেইন মুহম্মদ এরশাদ মারা যাওয়ার পর জাতীয় পার্টির চেয়ারম্যানের পদটি খালি আছে। আর মহাসচিব হিসেবে মসিউর রহমান রাঙ্গার নাম রয়েছে। কিন্তু চেয়ারম্যান হিসেবে জিএম কাদের ও রওশন এরশাদ দুজনেরই নাম যুক্ত করা দুটি আবেদন গেছে নির্বাচন কমিশনের কাছে। এখন উপনির্বাচনের আগে দলটির চেয়ারম্যান নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন না হলে মহাসচিব হিসেবে মসিউর রহমান রাঙ্গা যার মনোনয়নপত্রে স্বাক্ষর করবেন, তাকেই ‘লাঙ্গল’ প্রতীক দেওয়া হবে।
এদিকে, বৃহস্পতিবার রওশন এরশাদ কিংবা জিএম কাদের কারও সংবাদ সম্মেলনে দেখা যায়নি মসিউর রহমান রাঙ্গাকে।
মসিউর রহমান রাঙ্গা কোথায়Ñজানতে চাইলে জিএম কাদেরপন্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তিনি কোথায় আছেন জানি না। তাকে জিজ্ঞাসা করুন, তিনি কোথায়।’ তিনি আরও বলেন, ‘তবে, জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে যে ১৫ জন সংসদ সদস্য স্বাক্ষর করে স্পিকারকে চিঠি দিয়েছেন, সেখানে রাঙ্গা প্রথম স্বাক্ষর করেছেন।’
পার্টির শীর্ষ পদ নিয়ে টানাটানি চললেও রওশনপন্থী ও জিএম কাদেরপন্থী উভয় পক্ষই মসিউর রহমান রাঙ্গাকে নিজেদের মহাসচিব হিসেবে দাবি করছেন। তবে, এতকিছুর পরও রাঙ্গাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তিনি নিজে রওশন বা জিএম কাদেরÑকাকে সমর্থন করছেন, সে বিষয়টি পরিষ্কার করেননি।
জাপায় রাঙ্গাকে কেন্দ্র করে জিএম কাদের ও রওশন পক্ষের নেতাদের যখন একেক রকম দাবি, তখন দৃশ্যপটে নেই রাঙ্গা।