মিঠাপুকুরের শঠিবাড়ী ডিগ্রী মহাবিদ্যালয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ শনিবার অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম।
মিঠাপুকুর থানার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শঠিবাড়ী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, উপাধ্যক্ষ হাশেম আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ^াস। উপাধ্যক্ষ হাশেম আলী ও ¯œাতক শ্রেণির শিক্ষার্থী মেসকাতুল জান্নাত মৌমি। সমাবেশে পুলিশ সুপার বলেন, পুলিশের কর্মকা- নিয়ে জনগণ মোটেও সন্তোষ্ট নয়। পুলিশের বিরুদ্ধে মানুষের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে, তা পুলিশকেই পাল্টাতে হবে। পুলিশকে জনগণের উপলব্ধি বুঝতে হবে। তিনি বলেন, এখন থেকে কোন ব্যক্তি থানায় গেলে আর হয়রানী ও নির্যাতনের শীকার ও লাঞ্ঝিত হবেনা। দ্রুত সময়ে সেবা পাবে। ’ পুলিশের কোন খারাপ খবর যেনো এসপির চেয়ারে না যায়। আর খারাপ খবর গেলে আপনাদেরও খুব খরাপ খবর আছে।