সিরাজদিখানে রিয়াজুল জান্না জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার বাসাইল ইউনিয়নে ব্রজেরহাটি গ্রামে এ মসজিদ নির্মাণ করা হয়। আলহাজ¦ মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাজের উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মহিউদ্দিন আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন গণপূর্ত মন্ত্রনালয় সুপারেন্ট ইঞ্জিনিয়ার মো. খালেদ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম বিষয় উপ-কমিটির সদস্য শেখ মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস. এম. সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চোকদার, মুন্সীগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিকল্পধারা সভাপতি রুহুল আমীন হাওলাদার, ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এইচ এম নজরুল ইসলাম টিটু, ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুস সালাম মনুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।