স্কাউটস এর উদ্যোগে বৃহস্পতিবার কেশবপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের সকল বাসাবাড়িতে এডিস মশা প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। শহরের পাবলিক মাঠ থেকে ওই কার্যক্রম শুরু হয়। ৭০টি প্রাথমিক, স্কুল ও মাদ্রাসার ৪৭৮ জন কাব-স্কাউটস পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে নিয়ে ৬ হাজার ৪৩৫টি বাসা বাড়িতে দিনব্যাপি পরিস্কার পরিচ্ছন্নতায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানূর রহমান বাংলাদেশ স্কাউটস কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে এডিস মশা প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতায় সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা স্কাউটসের কমিশনার নূরুল ইসলাম খান, সম্পাদক দ্বীন ইসলাম, সহসভাপতি কফিল উদ্দিন, কোষাধ্যক্ষ নাজমুল হুদা বাবুসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।