কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চারুকারুতে রেশমা ইসলাম রেনু শিক্ষাবৃত্তি প্রদান ,আলোচনা সভা, কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা, ধ্রুব পরষদ বাংলাদেশ প্রদত্ত সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি মদন নসাহা অপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা উৎপল দে। চারুপীঠের সহসভাপতি অধ্যক্ষ জাকির হোসেন এর পরিচালনায় বক্তব্য দেন কেশবপুর প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ জামান খান, সন্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ শাহীন, মানবাধিকার কর্মী রেশমা ইসলাম রেনু, উদীচীর সভাপতি অনুপম মোদক, এস এম আল মামুন ,আসাফোর আহ্বায়ক স্যামুয়েল দাশ,ড্যান্স বাংলা ড্যান্স এর পরিচালক মজ্ঞুরুল হোসেন ডবলু প্রমূখ। অনুষ্ঠানে চারুকারুতে রেনু শিক্ষাবৃত্তি পেল চারুকারুতে ১০ জনশিক্ষার্থী। প্রত্যেককে নগদ অর্থ,ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। এ ছাড়া ১২ কৃতী শিক্ষার্থী ও বিচারক অনুপম মোদক কে দেওয়া হয় সন্মননা ক্রেস্ট। এই সময় কেশবপুর বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ শাহীন ও ড্যান্স বাংলা ড্যান্স এর পরিচালক মজ্ঞুরুল হোসেন ডবলু প্রথক পৃথক ভাবে চারুপীঠের প্রতিষ্ঠাতা পরিচালক উৎপল দে ও সভাপতি মদন সাহা অপু কে সন্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন।