বাংলাদেশ ছাত্র কল্যাণ ফেডারেশনের কেশবপুর উপজেলা শাখার পক্ষ থেকে ব্লাড ক্যান্সার আক্রান্ত অসহায় এক রোগীর পরিবারকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে।
ডুমুরিয়া উপজেলার মধুপুর গ্রামের সুব্রত সরকার ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে ৩ মাস ধরে চিকিৎসাধিন রয়েছেন। বর্তমানে সে ভারতের পিসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাংলাদেশ ছাত্র কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে পাঁজিয়া ইউনিয়নের বাংলাদেশ ছাত্র কল্যাণের কার্যালয়ে তার ভাইপো ভাইপো মলয় সরকারের হাতে নগদ অর্থ তুলে দেয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র কল্যাণ ফেডারেশনের কেশবপুর উপজেলা শাখার সভাপতি তুহিন শুভ্র রায় চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, নারী বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার কণা, সাংগঠনিক সম্পাদক জয় রায় চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক শান্ত সৌম মিত্র, প্রচার সম্পাদক জয়ন্ত চক্রবর্তী সজিব, ছাত্র কল্যাণ ফেডারেশনের সদস্য নাজিম রেজা, জিহাও, মেহেদী হাসান প্রমুখ। এর পুর্বে পাঁজিয়া ডিগ্রী কলেজের বাংলাদেশ ছাত্র কল্যাণ ফেডারেশনের ২২ সদস্য বিশিষ্ট ৬ মাস মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। পাঁজিয়া ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ে শতদ্রু রায় যিশুকে সভাপতি ও বেলাউদ্দিন হোসেনকে সাধারণ সম্পাদক ও লিমা আক্তারকে নারী বিষয়ক সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।