ঝিনাইদহ কালীগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তারানা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যু তারানা বেগম উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী।
তারানার স্বামী আলতাফ হোসেন জানান, গত ২৮ আগস্ট তার স্ত্রী প্রথমে জ¦র অনুভব করেন। স্থানীয় ভাবে চিকিৎসার পর ১ সেপ্টেম্বর তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়লে ওই হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। বুধবার সকালে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে মধুখালী সেতু পার হবার পর তিনি মারা যান। সেখান থেকে বাড়িতে নিয়ে রাতেই তার দাফন সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক অপূর্ব কুমার জানান, তারানা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর রেফার্ড করা হয়। তবে সেখানে নেয়ার পথে তার মৃত্যুু হয়েছে কি-না এটা আমাদের কেউ অবহিত করেনি।
এ বিষয়ে ঝিনাইদহের সিভিল সার্জস ডা. মেলিনা বেগম জানান, তারানা বেগম ডেঙ্গু আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার অবস্থা খারাপ হওয়ায় ফরিদপুর রেফার্ড করা হয়েছিল। এর আগে গত ২৭ আগস্ট ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুফিয়া বেগম (৫৫) নামে এক রোগীর মৃত্যুু হয়।তিনি মারা গেছেন। সুফিয়া বেগম কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বানুড়িয়া গ্রামের আবদুর রহিমের স্ত্রী।