চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সেনাবাহিনীর ভুয়া ওয়ারেন্ট কর্মকর্তা পরিচয় দেয়া প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরণের ভিডিটিং কার্ড, চাকরির প্রলোভনে হাতিয়ে নেয়া টাকা, মেডিকেল সনদ ও ছবি উদ্ধার করা হয়েছে।
আটককৃত প্রতারক মোঃ মবিনুর রহমান (৫৩) জেলার বাবুগঞ্জ উপজেলার পশ্চিম ভুতেরদিয়া গ্রামের মৃত আবদুল বাঢ়ী আকনের পুত্র। শুক্রবার বেলা ১২টার দিকে র্যাব-৮ এর কার্যালয় থেকে প্রেরিত এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কৌরিখাড়া গ্রাম থেকে ওই প্রতারককে আটক করা হয়। র্যাব সূত্রে জানা গেছে, প্রতারক মবিনুর রহমান দীর্ঘদিন থেকে নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট কর্মকর্তা পরিচয় দিয়ে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে সেনাবাহিনীর বিভিন্ন বেসামরিক পদে চাকরি দেয়ার কথা বলে ৮/১০ জনের কাছ থেকে অর্থ গ্রহন করেছে। সর্বশেষ গত ২১ আগস্ট চাকরি প্রত্যাশী সৌরভ দাস, আকাশ পাল, রিয়াদুল ইসলাম, বিশ্বজিৎ দাস, অনুপ কুমার বসু ও আমিনুর রহমানের চাকরি হয়েছে মর্মে যশোরের ইবনে সিনা হাসপাতালে মেডিকেল করানোর জন্য আরও টাকা দাবী করা হয়।
অভিভাবকরা টাকা দিতে চাইলেও তাদের মধ্যে মবিনুরকে নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি র্যাব-৮ কে জানানো হলে তারা বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পিরোজপুরের নেছারাবাদ কৌরিখাড়া গ্রামের বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাকে আটক করে। এই ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসাথে আটককৃতর সহযোগি প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের আটকের জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।