“পরিস্কার পরিচ্ছনতা অব্যাহত রাখুন, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়-ন” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ আহবানে শুক্রবার সকাল দশটায় জেলার গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারনা র্যালী ও মশা নিধনের ওষুধ স্প্রে করা হয়েছে।
বঙ্গবন্ধুর ভাগ্নে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র প্রতিষ্ঠিত গৌরনদী আমেনা বেগম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে জনসচেতনতামূলক র্যালীতে অন্যান্যের মধ্যে অধ্যক্ষ ডাঃ কেএম সাইদ মাহামুদ, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডাঃ মোঃ শাহজাহান, সদস্য বীর মুক্তিযোদ্ধা চক্রবর্তী নিতাই লাল, প্রভাষক ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস, ইমতিয়াজ আহম্মেদ কোরাইশী সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান দিপসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।