বরগুনার তালতলীতে রেজিষ্ট্রিকৃত সাব কবলা জমি চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষ হামলা চালিয়ে ট্রাক্টর ভাংচুর করেন। থানায় অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। এমন অভিযোগে ওই জমির মালিক কামাল হোসেন গংরা শুক্রবার ১০টার দিকে তালতলী প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে কামাল হোসেন জানান, স্থানীয় রাখাইন চোথায়সের কাছ থেকে ২০১৬সালে বায়নাসূত্রে আমতলী সাবরেজিষ্টার অফিসে রেজিষ্ট্রি মুলে তারা মালিক হন। প্রতিপক্ষ খলিল বেপারী গংরা ভূয়া কাগজপত্র তৈরী করে ওই জমি তাদের বলে দাবী করেন। এতে কামাল হোসেন গংরা ওই জমিতে নিষেধাজ্ঞা চেয়ে আমতলী সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা করেন। আদালত ২০১৭সালের ১২ জুলাই বাদী পক্ষের ভোগ দখলে বাঁধাবিঘœ করতে না পারে সেজন্য বিবাদীগনের প্রতি অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ জারী করেন।
তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, কবলা জমি চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষ হামলা চালিয়ে ট্রাক্টর ভাংচুর করা অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।