যশোরের চৌগাছা উপজেলার কয়ারপাড়া গ্রামে ডাকাতির ঘটনায় ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে যশোর ডিবি পুলিশের ইন্সúেক্টর সৌমেন দাশ। তবে, ডাকাতির সাথে জড়িত থাকলেও মৃত্যু হওয়ায় ৩ জনের অব্যাহতির আবেদন করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, যশোর শহরের চাঁচড়া রায়রপাড়া কয়লাপট্টির ফজর আলী, যশোর সদর উপজেলার ছোট গোবিন্দপুর গ্রামের হাফিজুর, মাদারীপুর সদরের বলাইর চর গ্রামের আজিজুর হাওলাদার, কালকিনি থানার পাতাবিলা গ্রামের সেকেন্দার হাওলাদার সেকেন, বরিশালের মুলাদী থানার চর পদ্মা গ্রামের অহিদুল শিকদকার ও শরীয়তপুরের গোসাইরহাই থানার মলংচড়া গ্রামের মাসুদ চৌকিদার।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ১৪ অক্টোবর রাতে কয়ারপাড়া গ্রামের ব্যবসায়ী লিটন বিশ্বাস ও তার পরিবারের সদস্যরা খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে একদল ডাকাত ঘরের গ্রিল কেটে ভেতরে ঢুকে পড়ে। এরপর তারা অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির সকলের হাত-পা বেধে মালামাল লুট করে নিয়ে যায়। যার আনুমানিক দাম ছিল ৩ লাখ ৯৬ হাজার টাকা। ডাকাতরা ঘর থেকে বের হয়ে প্রত্যেক দরজায় ছিটকানি দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় লিটন বিশ্বাস ২২ অক্টোবর চৌগাছা থানায় একটি মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও স্বাক্ষীদের বক্তব্যে ডাকাতির সাথে জড়িত থাকায় ওই ৬ জনকে অভিযুক্ত করে বুধবার আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। ডাকাতির সাথে জড়িত থাকলেও মৃত্যু হওয়ায় সেলিম, রাসেল হওলাদার ও সেহেল ঘরামীর অব্যাহতির আবেদন করা হয়েছে। চার্জশিটভুক্ত মাসুদ চৌকিদারকে পলাতক দেখানো হয়েছে।