যশোরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈদ্যুতিক পেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সভা কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, পল্লী বিদ্যুতের সিনিয়র জেনারেল ম্যানেজার আবদুল মান্নান, প্রজেক্ট সমন্বয়কারী শান্তুনা রায় প্রমুখ।
বৃহস্পতিবার থেকে বিভিন্ন মেয়াদে ইলেকট্রিশিয়ান, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান, পবিস বিতরণ লাইন নির্মাণ, সৌর বিদ্যুৎ চলিত পাম্পের সাধারণ মেইনটেন্যাস, এনার্জি ভিত্তিক জীবিকার সুযোগ তৈরি ও ফ্রিল্যান্সিং ওয়্যারিং ইন্সপেকশন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়।