র্যাব-৬ সদস্যরা যশোর শহরের চাঁচড়ার পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে ইয়াবা, মোবাইল সেট ও নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মাঝিকান্দা গ্রামের জামান হোসেন, যশোর সদর উপজেলার চাঁচড়ার রানা এবং শার্শা উপজেলার অনিক।
বৃহস্পতিবার র্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি শাহিনুর ইসলাম জানান, বুধবার গভীর রাতে যশোর শহরের চাঁচড়ার আনোয়ারুল ইসলামের টিনসেডের বাড়িতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪০ পিস ইয়াবা, ৪টি মোবাইল সেট ও নগদ ১লাখ ১ হাজার ৬৯৫ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।