দিনাজপুর জেলা কারাগারে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টিতে কারান্তরীন বন্দীদের সাথে মাদক বিরোধী সভা, শপথ বাক্য পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে মাদক মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য এই শ্লোগানকে সামনে রেখে জেলা কারাগার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে এ মাদক বিরোধী সভা, শপথ বাক্য পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় কারাগারে মাদকাসক্ত হাজতী আসামীদের উদ্দেশ্যে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম তার বক্তব্যে বলেন, আপনারা কেউ ইচ্ছাকৃত কেউ অনিচ্ছাকৃত এবং মনের অজান্তে মাদকের এই ভয়াল ছবলের মধ্যে পড়েছেন। যার পরিণতি আপনারাই অনুভব করতে পারছেন। যারা মাদকাসক্ত তারা নিজেদেরকে সব সময় একা অনুভব করে। তাদের পাশে সমাজের কেউ দাড়াতে চায়না। এখানে যারা আসামি হিসেবে রয়েছেন তারা কেউ ভালো নেই যদিও নিজেরা নিজেকে ভালো আছেন বলে ভাবছেন সেটিও ভূল। কারণ আপনাদের পরিবারের সদস্যরা বাহিরে থেকে অশান্তি ভোগ করছেন। তাই আসুন নিজেকে সুদরিয়ে সুষ্ট জীবন যাপন গঠনের লক্ষ্যে এই মাদক থেকে বিরত হয়ে একটি সুন্দর সমাজ ও দেশ গড়ার কাজে সহযোগীতা করি।
মতবিনিময় সভা শেষে মাদকাসক্ত হাজতী আসামীদের নিয়ে একটি মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুুদুল আলম।
আলোচনা সভার শেষে মাদকাসক্ত আসামীদের পরিচালনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মোঃ সাঈদ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ জামান আশরাফ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাজিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, দিনাজপুর জেল কারাগারের জেলার মোঃ হুমায়ুন কবীর খান।