কচুয়ায় বাগেরহাট জেলার সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যম “ বাগেরহাট-২৪”ডট কমের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্যদিয়ে কচুয়ায় পালিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে কেক কেটে এর শুভ উদ্বোধন করা হয়।
এ সময়ে বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কমের সম্পাদক খোন্দকার নিয়াজ ইকবাল এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তৃতা করেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, থানা কর্মকর্তা ইনচার্জ শেখ সফিকুর রহমান, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা.বেলফার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা জাহিদুল ইসলাম মন্নু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি তুষার রায় রনি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ সরোয়ার হোসেন। কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক আবু সাইদ শুনু, দিহিদার জাহিদুল ইসলাম বুলু, নন্দ কিশোর চক্রবর্তী পার্থ, সুপার্থ কুমার মন্ডল প্রমুখ। বক্তারা বলেন,বাগেরহাট জেলার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এ অনলাইন পত্রিকাটি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এরা শুধু সংবাদই প্রকাশ করেনা, মানুষের কল্যাণেও কাজ করে। এর এই সাফল্য অব্যাহত রাখবেন বলেও আশা প্রকাশ করেন।
পরে অতিথিরা বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কমের আয়োজনে, কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে ও মোদাচ্ছের আলী ভুইঁয়ার সহযোগীতায় একজন অস্বচ্ছল পঙ্গু ব্যাক্তিকে হুইল চেয়ার উপহার দেন। এ অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক,সুশীল সমাজের নেতৃবৃন্দ সরকারী,বে-সরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।