রংপুরের পীরগাছায় বিদ্যালয়ের উন্নয়ন কাজে বাধা দিয়ে প্রধান শিক্ষককে লাঞ্চিত করেছে ওই এলাকার কয়েকজন যুবক। এ সময় তারা ওই প্রধান শিক্ষককে মারপিট করে তার নিকট থাকা উন্নয়ন কাজের প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পারুল ইউনিয়নের রামচন্দ্র মৌজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ ব্যাপারে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বিদ্যালয়ের উন্নয়ন কাজে নিয়োজিত কয়েকজন শ্রমিককে কাজ বুঝিয়ে দিয়ে বিদ্যালয় রুমে অবস্থান কালে ওই এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে হামেদ আলী বাবু, ইয়াকুব আলী, ইউসুফ আলী, ইদ্রিস আলী লাঠিসোঠা ও লোহার রড নিয়ে প্রধান শিক্ষকের রুমে প্রবেশ করে বিদ্যালয় সংলগ্ন তাহাদের জমি আছে বলে উন্নয়ন করা যাবে না বলে জানান। প্রধান শিক্ষক কারণ জানতে চাইলে ওই ৪ যুবকসহ আরো ৪/৫ জন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং স্কুল অফিসের টেবিলের গ্লাস ও আসবাবপত্র ভাংচুর করে। এতে প্রধান শিক্ষক লুৎফর রহমান বাধা দিলে ওই যুবকরা তাকে মারপিট করে তার নিকট থাকা বিদ্যালয় মেরামতের প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় সহকারি শিক্ষক ও এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারী যুবকরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী প্রধান শিক্ষক লুৎফর রহমানকে উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিক-উজ-জামান জানতে পেরে ইউএনও জেসমীন প্রধান ও ওসি রেজাউল করিমকে অবহিত করেন।
প্রধান শিক্ষক লুৎফর রহমান জানান, তারা দীর্ঘদিন থেকে আমাকে হুমকি-ধামকি দিত। বৃহস্পতিবার বিদ্যালয়ের মেঝে পাকা করণ কাজে বাধা দিলে আমি প্রতিবাদ করলে তারা আমার উপর হামলা চালায়। পীরগাছা থানার কর্মকর্তা ইনচার্জ রেজাউল করিম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।