অবশেষে আগামি জানুয়ারি থেকেই শুরু হবে 'খেলা যখন' সিনেমার শুটিং। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা মিমি চক্রবর্তী। আর ছবিটি পরিচালনা করছেন প্রখ্যাত পরিচালক অরিন্দম শীল। ছবিটির শুরু হওয়ার কথা ছিল এ বছরের কোনো এক সময়। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মস এ প্রজেক্ট থেকে সরে আসায় কাজ এগোয়নি। পরবর্তী পরিচালক অরিন্দম শীল এ প্রজেক্ট নিয়ে দ্বারস্থ হয়েছেন ক্যামেলিয়া প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে। তারা রাজিও হয়, তবে বিপত্তি বাধে অন্য জায়গায়। মিমির বিপরীতে অভিনয় করতে যাওয়া আবীর চট্টোপাধ্যায় হঠাৎ বেঁকে বসেন। ব্যক্তি সমস্যার কথা জানিয়ে সরে দাঁড়ান এ ছবি থেকে। তবে সর্বশেষ জানা গেছে, আবীরের পরিবর্তে নেয়া হয়েছে অনির্বাণ ভট্টাচার্যকে। আর নায়িকা হিসেবে মিমিই চূড়ান্ত। এদিকে বর্তমানে অরিন্দম ব্যস্ত রয়েছেন তার নতুন ছবি 'মিতিন মাসি' নিয়ে। এ ছবির কাজ শেষ হলেই হাত দিবেন 'খেলা যখন' সিনেমায়। জানা গেছে, মিমি চক্রবর্তীও এ ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত। ইতোমধ্যে মিমি এ ছবির প্রস্তুতি হিসেবে বেশ কয়েক বার ওয়ার্কশপও করেছেন। দর্শকরাও মুখিয়ে আছে দীর্ঘদিন পর মিমিকে নতুন কোনো সিনেমায় দেখার জন্য। লোকসভা নির্বাচনসহ বেশকিছু কারণে দীর্ঘদিন ধরে শুটিংয়ে নেই কলকাতার এ সুন্দরী। যদিও এসভিএফ-এর প্রযোজনায় প্রতিম ডি গুপ্ত এবং ধ্রম্নব বন্দ্যোপাধ্যায়ের ছবিতেও মিমির কাজ করার বিষয়ে কানাঘুষা শোনা যাচ্ছে।