ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কুমার নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের সময় দুদক কর্মকর্তারা ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছেন। বৃহস্পতিবার বিকালে ঝাউদিয়ার চরে বালি উত্তোলন করছিল পাঁচপাখিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার সুপার মো: আবদুস সাত্তার সাখাওয়াতি। বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিলেন তিনি।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপ-পরিচালক মোহা: মোশাররফ হোসেন ও মোহা: মাহফুজ ইকবাল শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ও সহকারী কমিশনার(ভুমি) ইফতেখার ইউনুস কে সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন।