মানসম্মত শিক্ষা নিশ্চিত করনের লক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার বেলাট দৌলতপুর আলিম মাদ্রসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার সময় বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসার ব্যবস্থাপনায় মাদ্রাসার হলরুমে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্না রানী সাহার সভাপতিত্বে এবং বেলাট দৌলতপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ অলিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি ছিলেন, বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মধূসুদন সাহা, গর্ভনিং বডির সভাপতি আহম্মদ আলী বিশ^াসসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষীকা, শিক্ষার্থী, এলাকার সূধী মহল এবং সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে এমপি আনার বলেন, শিক্ষিত জাতী গড়তে অভিভাবকদের ভুমিকা অনেক বেশি। তাই শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করেন তিনি। এ ছাড়া শিক্ষার্থঅদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরী করে সুশিক্ষিত জাঁতি গড়ে তুলতে হবে।
এ সময় তিনি আরো বলেন, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে।
বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে এ সময়ের অবহেলিত জনপদ ঝিনাইদহ-৪ নির্ববচনী এলাকা এখন বিদ্যুতের আলোয় আলোকিত। এ ছাড়া শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও আলোকিত। এখানে নতুন নতুন ভবন, ব্রিজ-কালভার্টে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটেছে।