সুশাসন বাস্তবায়ন করার জন্য জনগনের দোড় গোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন একটাই লক্ষ্য গ্রামকে আধুনিক শহরে পরিনত করা। এজন্য দেশের তারুণ্যকে কাজে লাগাতে হবে, তাদেরকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষভাবে গড়ে তোলা হলে এ দেশ আর পিছিয়ে থাকবে না।
সরকারী কর্মকর্তাদের মনে রাখতে হবে-আমাদের মনিব হচ্ছে জনগন, আর আমরা হচ্ছি তাদের সেবক। সরকারের নৈতিকতার দর্শননীতি পালন করতে হবে। আর যারা পারবেন না, তারা সরকারী চাকরিতে অযোগ্য। তাই আগে ভাগেই তারা চাকরি ছেড়ে চলে যান।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় বরিশাল সার্কিট হাউজের ধানসিঁড়ি মিলনায়তনের সভা কক্ষে বিপিএটিসি’র কোর কোর্স সমূহের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প, বাংলাদেশ জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ও জেলা প্রশাসনের আয়োজনে “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সরকারী উচ্চপদস্থ কর্মকর্তাদের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন এমডিএস (প্রকল্প) বিপিএটিসি’র এনডিসি সৈয়দ মিজানুর রহমান।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন আজ অনেকটাই বাস্তবায়নের পথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বক্ষেত্রে দেশ আজ এগিয়ে যাচ্ছে। এখান থেকে পিছনে ফিরে যাওয়ার কোন সুযোগ নেই।
বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন- বরিশাল রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বিপিএটিসি’র পরিচালক ড. মোঃ মহসীন আলী, ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া প্রমুখ। সেমিনারে বরিশাল জেলার বিভিন্ন উপজেলার সরকারী পর্যায়ের সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।