ঝিনাইদহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস এসোসিয়েশন’ (ডুসাজ) এর যাত্রা শুরু হয়েছে। বুধবার রাতে শহরের এইচ এস এস সড়কের আহার রেস্টুরেন্ট মার্কেটে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় উপস্থিত ছিলেন ডুসাজ এর নবগঠিত কমিটির আহ্বায়ক নারায়নগঞ্জ জেলা ও দায়রা জজ সাজ্জাদুর রহমান, সদস্য সচিব মাগুরা জেলা যুগ্ম-জজ শাহজাহান শিপন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, জেলা তথ্য কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, পিটিআই সুপারিনটেনডেন্ট আতিয়ার রহমান, ডুসাজ এর সদস্য আহসান হাবীব রানা, সাগর হোসেন সোহাগ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সমন্বয়ক শরিফুল ইসলাম। আগামি ৮ নভেম্বর ঝিনাইদহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীর রি-ইউনিয়ন অনুষ্ঠিত হবে বলেন উদ্বোধন অনুষ্ঠান শেষে সিন্ধান্ত গ্রহণ করা হয়।