বৃহস্পতিবার বিকাল ৪ টায় লৌহজং উপজেলার মেদিনীমন্ডল আনোয়ার চৌধুরী উচ্চবিদ্যালয় মাঠে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মেদিনীমন্ডল ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাসির আয়োজিত সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বহী অফিচার মোঃ কাবিরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ আলমঙ্গীর হোসাইন।
মেদিনী মন্ডল ইউনিয়ন পরিষদ চয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক হাজি আশরাফ হোসেন খানের সভাপতিত্বে,আলোচক হিসেবে বক্তব্য রাখেন লৌহজং থানার কর্মকর্তা ইনর্চাজ ও উপজেলা নির্বাহী অফিচার এবং ওসি তদন্ত মোঃ জাহাঙ্গির আলম, বিশেষ অতিথি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আলী অকবর হাওলাদার।ওয়ার্ড আওয়ামীলীগ, সভাপতি মোশারফ হোসেন দুলাল, সাধারন সম্পাদক মোঃ হালিম ( মেম্বার) প্রমুখ। সভায় বক্তারা মেদিনী মন্ডল ইউনিয়নকে মাদক মুক্ত করার সাথে প্রতিটি অভিভাবকদের তাদের সন্তানদের লেখাপড়ার তাগিত দেয়া ও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন ও মাদক কারবারিদের সঙ্গে সামাজিক সম্পর্ক ছিন্ন করুন তাহলেই সমাজে ফিরে আসবে সর্বশ্রেষ্ট সফলতা।