মুলাদীতে মসজিদের ইমাম নিখোঁজের ৫ দিন অতিবাহিত হলেও কোনো সন্ধান পায়নি পরিবার। গত ১ সেপ্টেম্বর এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মুলাদী পৌরসভার মধ্য তেরচর গগন মোল্লা বাড়ি জামে মসজিদের ইমাম ও একই গ্রামের মৃত আবুল হোসেন আকনের পুত্র মোঃ ইমাম হোসেন আকন নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে নিখোঁজ ইমামের স্ত্রী তাসলিমা বেগম গত বুধবার রাতে মুলাদী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
ইমাম হোসেন আকনের স্ত্রী জানান প্রতিদিন তার স্বামী মসজিদে এশার নামাজ পড়িয়ে মুলাদী রেইন্ট্রিতলা লন্ডির দোকানে যেতেন এবং রাত ১০/সাড়ে ১০টার মধ্যে বাসায় ফিরতেন। গত ১ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ইমাম হোসেন বাসায় না ফেরায় তিনি লন্ডির দোকানে এসে তালাবদ্ধ দেখতে পেয়ে অবাক হয়ে যান। ওই সময় স্থানীয় দোকানদাররা জানায় যে, ইমাম হোসেন এশার নামাজের পরে লন্ডির দোকানে আসেননি। ওই সময় ইমাম হোসেনের মোবাইল ফোন বন্ধ পেয়ে বিভিন্ন আতœীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুজি শুরু করেন। কোথায় না পেয়ে পরিবারের লোকজন হতাশ হয়ে পরেন এবং বুধবার রাতে মুলাদী থানায় জিডি করেন। পরিবারের ধারণা পূর্ব শত্রুতার জেরধরে প্রতিপক্ষের লোকজন ইমাম হোসেনকে অপহরণ করে থাকতে পারে। এরির্পোট লেখা পর্যন্ত পুলিশ নিখোঁজ ইমাম হোসেনের সন্ধান করতে পারেননি। এ ব্যাপারে মুলাদী থানার কর্মকর্তা ইনচার্জ জিয়াউল আহসান জানান নিখোঁজ ইমাম হোসেনের স্ত্রীর জিডির কপিটি বিভিন্ন থানায় প্রেরণ করা হয়েছে। এ ছাড়া মোবাইল ট্র্যাকিংসহ বিভিন্ন মাধ্যমে ইমামকে উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে।