মুলাদীতে জামায়াত নেতার বিরুদ্ধে এক বিএনপি নেতার জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সফিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও ইউপি সদস্য নাসির উদ্দীন সরদার ও তার ভাই মহসিন সরদার জোড়পূর্বক সফিপুর ব্রজমোহন গ্রামের মৃত জরিপ সরদারের পুত্র উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলী আশরাফ আলমগীর সরদারের জমি দখল করে নেয়। বিষয়টি নিয়ে কয়েক দফা সালিশ বৈঠক হলেও জামায়াত নেতার কাছ থেকে জমি দখলমুক্ত করা যায়নি। আলী আশরাফ আলমগীর সরদার জানান তার পিতা জরিপ সরদার ১৯৬০ সালে ব্রজমোহন মৌজায় ৭৮ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। প্রায় ২ বছর আগে আলমগীর সরদার তাদের জমি বিক্রয় করার কথা বলে জামায়াত নেতা ও ইউপি সদস্য নাসির সরদার এলাকায় চলমান দরে জমি কেনার প্রস্তাব দেন। নাসির সরদার ক্রয়ের প্রস্তাব দিয়েই জমিতে গাছ রোপন করে দখল করে নেয়। দীর্ঘ ২ বছরেও নাসির সরদার জমির টাকা-পয়সা না দেওয়ায় এবং রেজিষ্ট্রি করে না নেওয়ায় আলমগীর সরদার স্থানীয় সালিশ বৈঠকের মাধ্যমে জমি দখল মুক্ত করার চেষ্টা চালায়। কিন্তু নাসির সরদার ইউপি সদস্য হওয়ায় তার কাছ থেকে জমি উদ্ধারে ব্যর্থ হয়। এ ব্যাপারে নাসির উদ্দীন সরদার জমিতে গাছ রোপনের সত্যতা স্বীকার করে জানান স্থানীয় মূল্যে জমি ক্রয়ের জন্য আলমগীর সরদারকে টাকা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সে টাকা না নিলে আমাদের কিছু করার নাই।