আগামীকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) পাবনার চাটমোহরে শুরু হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় আসর। এবারের আসরে ৮টি দল অংশগ্রহণ করবে। শুক্রবার বিকেলে সরকারি আরসিএন এ- বিএসএন মডেল হাইস্কুল মাঠ বালুচরে নকআউট ভিত্তিক এই টুর্ণামেন্টের উদ্বোধন করবেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ মকবুল হোসেন এমপি। সভাপতিত্ব করবেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার।
চাটমোহর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে টুর্ণামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছে বীর মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি সংসদ ও ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও)। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে চুয়াডাঙ্গা শুভ সকাল স্পোটিং ক্লাব ও ঈশ্বরদী বাঁশেরবাদা টিন এজার ফুটবল একাডেমি। এ ছাড়া টূর্ণামেন্টে ফরিদপুর ফুটবল একাদশ,নাটোরের চাচকৈড় ভোরের ডাক স্পোটিং ক্লাব,রাজশাহী একাদশ,চাটমোহরের পৈলানপুর শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘ,নীলফামারীর সৈয়দপুর ফুটবল একাডেমি ও নাটোরের গোপালপুর খেলোয়াড় কল্যাণ সমিতি প্রতিদ্বন্দ্বিতা করবে।