মনিরামপুরে জনতা ব্যাংকের গ্রাহকদের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের দায়ে অবশেষে সেই দুই কর্মকর্তাকে চাকুরি থকে সাময়িক বরখস্ত করা হয়েছে। দুই সদস্যের টিম দীর্ঘ তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে তাদের দাখিলকৃত প্রতিবেদনের প্রেক্ষিতে জনতা ব্যাংক ঢাকা প্রধান কার্যালয় থেকে অভিযুক্ত কর্মকর্তা (ক্যাশ) আলমগীর হোসেন রিংকু এবং আশিষ কুমার ঘোষকে চাকুরি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মনিরামপুর জনতা ব্যাংকের ম্যানেজার এমরান হোসেন শামিম বৃহস্পতিবার এ আদেশের কপি হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।
জানাযায়, জনতা ব্যাংক মনিরামপুর শাখার কর্মকর্তা (ক্যাশ) আলমগীর হোসেন রিংকু এবং আশিষ কুমার ঘোষের বিরুদ্ধে অন্তত: ১৫ জন গ্রাহকের প্রায় অর্ধকোটি টাকা একাউন্টে জমা না করে আত্মসাতের অভিযোগ ছিল। বিষয়টি জানাজানি হবার পর অভিযুক্ত ওই দুই কর্মকর্তা অতিগোপনে ভূক্তোভোগী গ্রাহকদের টাকা পরিশোধ করেন। এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হবার পর প্রথমে যশোর এরিয়া অফিস থেকে দুই সদস্যের তদন্ত টিম বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে দুই কর্মকর্তা রিংকু এবং আশিষকে অভিযুক্ত করেন। এদের মধ্যে রিংকুকে যশোর এরিয়া অফিসে ওএসডি এবং আশিষকে নাভারন শাখায় বদলি করা হয়। পরবর্তিতে ঢাকা প্রধান কার্যালয় থেকে দুই সদস্যের টিম আসেন তদন্ত করতে।
মনিরামপুর জনতা ব্যাংক শাখার ম্যানেজার এমরান হোসেন শামিম জানান, দীর্ঘ তদন্ত করে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের মোট ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমানিত হয়। তদন্ত শেষে ওই টিমের দাখিলকৃত প্রতিবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা প্রধান কার্যালয় থেকে অভিযুক্ত কর্মকর্তা (ক্যাশ) আলমগীর হোসেন রিংকু এবং আশিষ কুমার ঘোষকে চাকুরি থেকে সাময়িক বরখাস্তের আদেশ সম্বলিত চিঠিটি তিনি হাতে পেয়েছেন।