কলেজ ক্যাম্পাসের একটি চাম্বুল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় কাওছার সরদার (২৪) নামের এক কলেজ ছাত্রের লাশ বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে পুলিশ। নিহত কাওছার বরিশাল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ও জেলার গৌরনদী উপজেলার ব্রাহ্মনগাঁও গ্রামের সিরাজ সরদারের পুত্র।
গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব হাওলাদার নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, কলেজ ছাত্র কাওছার সরদার কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে পাগলামি করে আসছিলো। তার অভিভাবকরা ডাক্তারের ব্যবস্থাপত্রে তাকে মানসিক রোগীর চিকিৎসা চালিয়ে আসছিলেন। তিনি আরও জানান, বুধবার রাত সাড়ে আটটার দিকে কাওছার তার বাবাকে গালিগালাজ করে বাড়ি থেকে বের হয়। ধারনা করা হচ্ছে বুধবার দিবাগত গভীর রাতে গৌরনদীর বার্থী ডিগ্রি কলেজের ক্যাম্পাসের চাম্বুল গাছের সাথে গলায় ফাঁস দিয়ে কাওছার আত্মহত্যা করেছে। খবর পেয়ে থানা পুলিশ বৃহস্পতিবার সকাল আটটার দিকে কাওছারের লাশ উদ্ধার করেন। লাশের সুরাতাহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।