অস্বাস্থ্যকর পরিবেশে নি¤œমানের খাদ্যপন্য তৈরি ও মেয়াদ উল্লেখ না করার দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দুই বেকারির পাঁচজন শ্রমিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাশফাকুর রহমান এ আদালত পরিচালনা করেন। দ-প্রাপ্তরা হলেন-নুরুল ইসলাম, জহিরুল ইসলাম, মোর্শেদ সরদার, মুনসুর সরদার ও শাহজাহান হাওলাদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার শেষ বিকেলে উপজেলা সদরের নতুন সেতুর পূর্ব পাশে অবস্থিত পটুয়াখালী বেকারি ও হলপট্টি এলাকার রিফাত বেকারিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ওই দুই বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে নি¤œমানের খাদ্যপন্য তৈরি এবং পন্যের উৎপাদন কিংবা মেয়দোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার দায়ে কর্মরত পাঁচজন শ্রমিককে আটক করা হয়। পরে রাতে ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা এবং আনাদায়ে এক মাসের বিনাশ্রম করাদ- দেওয়া হয়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাশফাকুর রহমান বলেন, দ-প্রাপ্তরা জরিমানা দিয়ে স্বাস্থ্যসম্মত খাদ্য তৈরি ও পন্যের গায়ে মেয়াদ লিখে দেওয়ার অঙ্গীকার করেছেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।