যশোরের মনিরামপুর জনতা ব্যাংক শাখার গ্রাহকদের প্রায় অর্ধ কোটি টাকা একাউন্টে জমা না করে আত্মসাৎ করার ঘটনা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্ত কার্যক্রম এক মাস অতিবাহিত হলেও গণমাধ্যম কর্মীদের তথ্য প্রদানে রহস্যজনক ভূমিকায় রয়েছেন স্থানীয় শাখা ব্যবস্থাপক ইমরান হোসন শামীম। অভিযোগ উঠেছে ব্যাংকে এমন শীর্ষ অপরাধের ঘটনা ঢাকা এবং খুলনা বিভাগীয় শীর্ষ কর্মকর্তারা তদন্ত করে সত্যতা পাওয়ায় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র দিলেও জড়িত ২ কর্মকর্তাকে রক্ষা করতে ব্যাংকের কতিপয় কর্মকর্তাসহ একটি চক্র জোর চেষ্টা চালাচ্ছে।
মনিরামপুর জনতা ব্যাংকের গ্রাহকদের টাকা আত্মসাতের ঘটনা জানা-জানি হবার পর স্থানীয় শাখা ম্যানেজার ইমরান হোসেন শামীম গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন জড়িত ক্যাশ কর্মকর্তা আলমগীর কবীর রিংকু ও আশীষ কুমার ঘোষের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ওই ঘটনায় ঢাকা ও খুলনার অডিট টিমের সদস্যরা মনিরামপুরে এসে ভুক্তভোগী গ্রাহকদের সাথে কথা বলে ঘটনার সত্যতা পেয়েছেন। অথচ তদন্তকারী অডিট টিমের কোন কর্মকর্তা পরিচয় গণমাধ্যম কর্মীদের নিকট জানাতে ওই সময় অস্বীকৃতি প্রকাশ করেন শাখা ম্যানেজার। এক পর্যায় অডিট টিমের কয়েক কর্মকর্তার সাথে গণমাধ্যম কর্মীদের কথা হলে পরিচয় প্রকাশ না করার শর্তে তারা বলেন, জড়িত দুই ক্যাশ কর্মকর্তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আগে গ্রাহকদের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করতে হবে। অডিট টিমের সদস্যরা
মনিরামপুর জনতা ব্যাংক শাখায় উপস্থিত হয়ে গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন যে সমস্ত গ্রাহকদের টাকা একাউন্টে জমা করা হয়নি তাদের মধ্যে অন্যতম হলেন মণিনরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর ৮ লাখ, মনিরামপুর দলিল লেখক সমিতির ১২ লাখ ৬০ হাজার, পৌর শহরের হোটেল ব্যবসায়ী প্রকাশ ঘোষের ৮ লাখ, মুদি ব্যবসায়ী মিশন সাহার ২ লাখ ৫০ হাজার এবং পৌর এলাকার হাকোবা গ্রামের পবন কুশারীর ৪ লাখ টাকা। স্থানীয় শাখা ম্যানেজার ইমরান হোসেন শামীম জানান, জড়িত দুই ক্যাশ কর্মকর্তার কাছ থেকে টাকা আদায় করে পর্যায়ক্রমে গ্রাহকদের টাকা পরিশোধ করা হচ্ছে। তিনি আরো বলেন, টাকা পরিশোধ করা হলেও শীর্ষ অপরাধের কারণে তদন্ত প্রমাণীত হলে তাদের শাস্তি অনিবার্য। অভিযোগ রয়েছে জড়িত দুই কর্মকর্তাকে রক্ষা করতে ব্যাংকের কতিপয় কর্মকর্তাসহ একটি চক্র মোটা টাকার মিশন নিয়ে চেষ্টা চালিয়ে আসছে।
একাধিক সূত্র জানায়, জড়িত ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মনিরামপুর শাখা ম্যানেজারকে পত্র দেয়া হয়েছে। এ ব্যাপারে বুধবার স্থানীয় জনতা ব্যাংক কর্তপক্ষ গণমাধ্যম কর্মীদের কাছে একটি পত্র পাওয়ার বিষয়টি স্বীকার করলেও অন্য কোন তথ্য দেয়া যাবেনা বলে জানান শাখা ম্যানেজার ইমরান হোসেন শামীম। এক পর্যায় ওই বিষয়ে জানতে সংশ্লিষ্ট ব্যাংক যশোর শাখার ডিজিএম মিজানুর রহমানের ০১৭১২১৫৫৭১২ মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।