স্ত্রীর আপত্তিকর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ায় যশোরের আদালতে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে যশোর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের হানিফ গাজীর ছেলে ফারহান আহম্মেদ মেহেরাবকে। মঙ্গলবার যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেছেন মণিরামপুর উপজেলার ইত্য গ্রামের হাবিবুর রহমান। বিজ্ঞ আদালত অভিযোগটি আমলে নিয়ে মণিরামপুর থানার ওসিকে মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, অভিযোগকারী হাবিবুর রহমান ২০১৮ সালে ১৮ নভেম্বর বিয়ে করেন। বিয়ের পর থেকে অভিযুক্ত ফারহান আহম্মেদ মেহেরাব তার স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছে। গত ২৫ আগস্ট তার স্ত্রীর মোবাইলের ফেসবুক ও ম্যাসেঞ্জারে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে ম্যাসেজ দেয়। এরপর বাড়িতে কেউ না থাকায় মেহেরাব তার ঘরে গিয়ে স্ত্রীর আপত্তিকর ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছে। বিষয়টির কোন সমাধান না হওয়ায় মঙ্গলবার তিনি আদালতে মামলা করেন।