বুধবার (৪ সেপ্টম্বর) সকালে কলারোয়া উপজেলা যুবলীগের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা যুবলীগের সদস্য সেলিম হোসেন, পৌর যুবলীগের নেতা নয়ন হোসেন, ফিরোজ হোসেন, তবিবর রহমান তবি, আশলাফুজ্জামান আশা ও কয়লা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। প্রতিবাদ সভায় নেতাকর্মীরা বলেন-সাতক্ষীরার কয়েকটি পত্র-পত্রিকায় উপজেলা যুবলীগের সভাপতিকে নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়ে তা সঠিক নহে। উপজেলায় একটি গ্রুপ রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যাকে জড়িয়ে মিথ্য সম্পত্তি দখলের অভিযোগ তুলে রাজিয়া খাতুনকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়েছে।