কলারোয়ায় হতদরিদ্র অসহায় মানুষের মাঝে সাতক্ষীরা জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ সদস্য আলহাজ¦ শেখ আমজাদ হোসেন বুধবার বিকাল ৫টায় কলারোয়ায় তার নিজস্ব অফিসে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে ওই চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আবদুস সালাম, যুবলীগ নেতা স.ম গোলাম সরোয়ার, শেখ মিঠু প্রমুখ। সাতক্ষীরা পরিষদ সদস্য আলহাজ¦ শেখ আমজাদ হোসেন কলরোয়ায় হতদরিদ্র সালেহা খাতুন, আনোয়ারা বেগম, আবদুল খালেক, মমতাজ বেগমসহ ৭টি পারিবারের মাঝে ২০ হাজার টাকার চেক বিতরণ করেন।