জেলার গৌরনদী উপজেলা হাসপাতালের সম্মুখ থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় বুধবার দুপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
আটককৃতরা হলো-শরীয়তপুর জেলার সখিপুর থানার চরপাইয়াতলী গ্রামের আবদুল মালেকের পুত্র আরিফ মোল্লা ওরফে ওমর ও একই জেলার বেদেরগঞ্জ থানার মহিষকান্দি গ্রামের ইউসুফ আলী পুত্র রফিক। এ ঘটনায় গৌরনদী মডেলে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, উপজেলার হাসপাতালের স্বাস্থ্য সহকারী মনিরুজ্জামান মনির ও মাহাবুব আলম তাদের ব্যবহৃত মোটরসাইকেল স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেখে অফিসের কাজে দোতালায় যান। এ সময় চোর আরিফ ও রফিক মোটরসাইকেলের তালা ভেঙ্গে দুটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। ওসি আরও জানান, ধৃত আরিফ মোল্লা ওরফে ওমরের বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় একটি চুরি ও সবুজবাগ থানায় একটি ডাকাতি মামলাসহ বিভিন্ন থানায় উভয়ের বিরুদ্ধে একাধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে। ধৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য। পুলিশ মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও একটি মোটরসাইকেল জব্দ করেছেন বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।