জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ দিয়াশুর সৈয়দিয়া দাখিল মাদ্রাসার কৃষি শিক্ষা শাখার শিক্ষক মোঃ শরিফুল ইসলামের বেত্রাঘাতে অস্টম শ্রেনীর সাত ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। আহতরা ছাত্ররা হলো-আতিকুল ইসলাম, তরিকুল ইসলাম, আবদুর রহমান, রিফাত হোসেন, সিয়াম, মাসুদ ও রুমান।
আহত ছাত্ররা জানায়, ফুটবল টুর্ণামেন্টের অনুমতি আনার জন্য মঙ্গলবার সকালে তারা স্থানীয় পৌর মেয়র হারিছুর রহমানের বাড়িতে যায়। বিষয়টি জানতে পেরে তাদের ওপর ক্ষিপ্ত হন শিক্ষক শরিফুল ইসলাম। বুধবার দুপুরে ওই শিক্ষক অস্টম শ্রেনীর ক্লাস রুমে প্রবেশ করে জানতে চায় কে কে মেয়রের বাড়িতে গিয়েছিল। এ সময় তারা হাত উঁচু করলে তাদেরকে সবার সামনে কান ধরিয়ে দাঁড়িয়ে রাখা হয়। একইসাথে বেত্রাঘাত করে ওই সাত ছাত্রকে আহত করা হয়।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলামের সাথে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে মাদ্রাসার সুপার মাওলানা আঃ সাত্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের বেতন তোলার জন্য উপজেলায় ছিলাম। খবর শুনে হাসপাতালে গিয়ে ছাত্রদের কাছ থেকে বিষয়টি জেনে তাৎক্ষনিক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবহিত করেছি।