নওগাঁর পোরশায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকালে নিতপুর স্কুল এ- কলেজ মাঠে অনুর্দ্ধ-১৭ ওই ফুটবল খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মঞ্জুর মোরশেদ চৌধুরী। সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, নিতপুর স্কুল এ- কলেজের অধ্যক্ষ শামীম আনসারী, নিতপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।