ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (৩০) নামের এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহত কর্মচারী জাকির হোসেনের বাড়ি শরীয়তপুর জেলার ডামুন্ডা উপজেলার টেংরাবাড়ি গ্রামে। তার পিতার নাম কবির বেপারী। গত মঙ্গলবার রাতে পৌরশহরের জামতলা মোড় সংলগ্ন টাঙ্গাইল রেষ্টুরেন্ট হোটেলে কাজ করা সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কর্মচারী জাকির দীর্ঘদিন ধরে গফরগাঁও পৌরশহরের প্রাণকেন্দ্র জামতলা মোড়ে অবস্থিত টাঙ্গাইল রেষ্টুরেন্ট হোটেলে কাজ করছিল। মঙ্গলবার রাত অনুমান ৮টার দিকে রেষ্টুরেন্টের চূলোর রুটি তৈরিতে কাজের ফাঁকে জাকির গ্যাস সিলিন্ডার এর বোতলে উপর রাখা ফ্যানের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঁঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।