একটি সংঘবদ্ধ প্রতারক চক্র জেলার আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে অবৈধভাবে অর্থ দাবি করা হয়েছে। এ ঘটনায় ইউএনও বিপুল চন্দ্র দাস বুধবার দুপুরে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মঙ্গলবার রাতে তার অফিসের মোবাইল নাম্বার (০১৭০৫-৪০৬৫৪৯) ক্লোন করে একটি প্রতারক চক্র রতœপুর মাধ্যমিক বিদ্যালয়, মোল্লাপাড়া উচ্চমাধ্যমিকবিদ্যালয়, রাজিহার মাধ্যমিক বিদ্যালয়, রামানন্দেরআঁক মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে বিভিন্ন অজুহাতে অবৈধভাবে অর্থ দাবি করে। বিষয়টি প্রতিষ্ঠান প্রধানরা তাকে জানানোর পর ফোন নাম্বার ক্লোন করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তাৎক্ষনিক ইউএনও ‘আগৈলঝাড়া উপজেলা” ফেসবুক পেইজে প্রতারক চক্রের খপ্পরে কাউকে না পড়ার জন্য সচেতনতামূলক পোষ্ট দেন। পরবর্তীতে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। আগৈলঝাড়া থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, জিডির বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।