বাল্যবিয়ে প্রতিরোধে সরকারী-বেসরকারী কর্মকর্তা ও সচেতন নাগরিকদের করণীয় বিষয় সভা বুধবার সকালে জেলার গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী সংস্থা প্লান ইন্টারন্যাশনাল, গার্লস এ্যাডভোকেসি ফোরাম, আভাস ও এইড’র যৌথ আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাহিদা আক্তার, শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী প্রমুখ।