মোবারকগঞ্জ চিনিকলের প্রশিক্ষন ভবনে ব্যাক্তিগত কর্মপরিকল্পনা ও আইপিএ বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত হয়।
চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) গোলাম কবিরের সভাপতিত্বে এবং গৌতম কুমার মন্ডলের পরিচালনায় সভায় প্রদান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কবির। এ ছাড়া আইপিএ কর্মসুচির অলোকে বক্তব্য রাখেন জিএম(প্রমঅসন)জাহাঙ্গির আলম,জিএম (অর্থ) আলমগীর হোসেন,ডিজিএম শফিকুল ইসলাম, শ্রমিক কর্মচারী ফেডারেশনের আইন ও দরকষাকষি সম্পাদক গোলাম রসুল, প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, আইপিএ হচ্ছে ব্যবস্থাপনার সম্প্রসারন। অর্থাত উপর থেকে তৃনমুল পর্যন্ত নির্দিষ্ট লক্ষমাত্রা অর্জন কাজের দায়িত্ব ভাগাভাগি করে নেয়া। তিনি বলেন, চিনিশিল্পের উন্নয়ন ও অগ্রগতি লাভ করতে হলে মোবারকগঞ্জ চিনিকলকে ২০১৯-২০২০ মৌসুমে ১০ হাজার ৫,শ একর আখ রোপন বাস্তবায়ন এবং ঐ পরিমান জমি থেকে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের জন্য মিলের কারখানায় সরবরাহ দিতে হবে। যে যেমন কাজ করবে তাকে তেমন ভাবেই মুল্যায়ন পাবে। চিনিকলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল বলেন, কোন শ্রমিক কর্মচারী ইচ্চঅ কৃতভাবে দায়িত্ব অবহেলা করলে ইউনিয়ন তার দায়ভার নেবে না। তবে কর্তৃপক্ষ যদি অন্যায় ভাবে কোন শ্রমিক কর্মচারিকে শাস্তি দেবার চেষ্টা করে সেক্ষেত্রে শ্রমিক ইউনিয়ন প্রতিবাদ জানাবে। সভায় মোচিকের সকল সমাপ্রসারন কর্মকর্তা, সিআইসি, এবং সিডিওগন উপস্থিত ছিলেন।