ঝিনাইদহের কালীগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘ ও জ¦রা বিঞ্জান প্রতিষ্ঠানের উদ্যেগে একশত জন অসুস্থ প্রবীণদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষধ বিতরণ করা হয়। বুধবার সকালে কালীগঞ্জ উপজেলার হাসপাতাল সড়কের প্রধান কার্য্যালয়ে দুই দিন ব্যাপী প্রবীণ অসুস্থ রোগীদের ডাঃ রোকসানা পারভীন ইলোরা তত্তাবধানে চিকিৎসা শেষে বিনামূল্যে ওষধ বিতরন করা হয় । সংঘের সভাপতি আলহাজ¦ আনসার আলী মাস্টার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিনামূল্যে ওষধ বিতরন করেন সাধারন সম্পাদক সদরউদ্দীন মিয়া। অন্যানদের মধ্যে উপস্তিত ছিলেন সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, সহ-সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইউনুছ আলী, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান ,সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন, নির্বাহী সদস্য গোলাম মোস্তফা, আলীমুদ্দিন মাস্টার, শুকুর মাস্টার, ডাঃ জহুরুল ইসলাম প্রমুখ।