নাটোরের সিংড়ায় সম্প্রতি বিভিন্ন দূর্ঘটনায় নিহত ৬ টি পরিবারের মাঝে ১লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সিংড়ার আয়োজনে এই চেক বিতরণ করা হয়।
সিংড়া প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জন, পানিতে ডুবে ৩জন ও সড়ক দূর্ঘটনায় একজন ব্যক্তি নিহত হন। পরে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রতি পরিবারে ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল ইসলাম, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. ওহিদুর রহমান শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার প্রমূখ।