ঝিনাইদহের হরিণাকু-ুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট অনুর্দ্ধ ১৭ (কিশোর কিশোরী) উপলক্ষে প্রস্তুতি মূলক সভা বুধবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, ইউ,পি চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ, মঞ্জুরুল আলম, গোলাম মোস্তফা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা আরশেদ আলী চৌধুরী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুজ্জামান তাজু সহ সংশ্লিষ্ট সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় আগামি ১০ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য আন্ত ইউনিয়ন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট অনুর্দ্ধ ১৭ ব্যাপক ও বর্ণাঢ্য আয়োজনে পরিচালনার লক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।