রাজবাড়ীতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা ও ১টি জরিমানাসহ সীলগালা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর পাংশা উপজেলার পুরাতন বাজার ও ষ্টেশন বাজারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাগণ, উপজেলা নির্বাহীকর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বুধবার সকালে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, অভিযানে বিস্কুটে অগ্রিম উৎপাদন তারিখ দেওয়ার দায়ে আল-আমিন ব্রেড এ- বিস্কুট কারখানাকে ৪৪ ধারায় ২০ হাজার এবং অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে পোড়া তেল ব্যবহার তৈরির দায়ে জোনাব দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ৪৩ ধারায় ৫ হাজার টাকাসহ ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২টি ফার্মেসীকে ৫১ ধারায় মোট ২০ হাজার টাকা জরিমানা ও ১টি ডেন্টাল ক্লিনিককে ১ লাখ টাকা জরিমানাসহ সিলগালা করা হয়।
অভিযানে সহায়তা করেছেন জেলা প্রশাসন, র্যাব-৮ এর একটি টিম এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর রাজবাড়ী।