রাজবাড়ীতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে রাজবাড়ী সদরের মাটিপাড়া বাজারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাগণ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, অভিযানে অননুমোদিত রং দিয়ে সস তৈরী করার দায়ে ৪২ ধারায় শিমুল মিষ্টান্ন ভান্ডার ও হোটেল আব্দুল্লাহকে যথাক্রমে ৩ হাজার ও ২ হাজার এবং মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় বিক্রির দায়ে শহীদ স্টোর কে ৫১ ধারায় ২ হাজার টাকাসহ ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে সহায়তা করেছেন জেলা প্রশাসন, জেলা পুলিশ জেলা স্যানিটারি ইন্সপেক্টর রাজবাড়ী।