ভেড়ামারায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরীর অপরাধে ৪টি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ৮০,০০০ টাকা জরিমানা আদায় করেছে। সোমবার দুপুরে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ভ্রাম্যমান আদালত দেখতে পান অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মিষ্টি তৈরী এবং দোকানে পচা বাসি দুগন্ধ ডাই, পিপড়া, এবং মৌমাছির ভিড়। পরে সমস্ত মিষ্টি নষ্ট করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারা মতে ভেড়ামারা মর্ডান দই ঘর, কুমারখালি দই ভান্ডার, বনফুল সুইটস, রাজলক্ষী মিষ্টান্ন ভান্ডার প্রত্যেককের কাছ থেকে ২০,০০০ টাকা করে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।