যশোরে মাদক মামলায় ফাঁসিয়ে স্বামীকে জেলে পাঠানোর পর স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে বাদ দিয়েই মামলা হয়েছে। মামলার পর ভোরে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে, ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে ৩ সদস্যের কমিটি করা হয়েছে।নির্যাতিতার মুখেই উঠে আসে অভিযুক্তদের নাম। ঘটনার পর দেয়া বক্তব্যে পুলিশ কর্মকর্তা খায়রুলের নাম উঠে আসলেও পরদিন পুলিশ বলছে, ভিন্ন কথা। পুলিশের দাবি, অভিযুক্ত এস আই খায়রুলকে সামনে হাজির করা হলে নির্যাতিত গৃহবধূ তাকে চিনতে পারেননি। আর এ কারণেই মামলায় উল্লেখ করা হয়নি অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম। মঙ্গলবার রাতে নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে অভিযুক্ত পুলিশের সোর্স, কামারুলসহ ৪ জনের নাম উল্লেখ করে শার্শা থানায় মামলা করেন।অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার বলেন, দফায় দফায় তাকে দেখানো হয়েছে, তিনি স্বীকার করেছেন, রাতে খায়রুল নামে যে রাতে তার সঙ্গে কথা বলেছেন, এই ব্যক্তি সে নন। অন্য যারা আছেন, তাদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।এদিকে, গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দ্রুত রিপোর্ট পাওয়া যাবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।সদর হাসপাতাল আরএমও রিপোর্ট পাওয়া মাত্র যতদ্রুত সম্ভব আমরা তা হস্তান্তর করবো।গত ২৫ আগস্ট যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর এলাকায় মাদক মামলায় স্বামীকে জেলে পাঠানোর পর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে গোরপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খায়রুল ইসলামের বিরুদ্ধে। বিষয়টি জানার পর থেকে মামলা পর্যন্ত নির্যাতিত গৃহবধূকে পুলিশ হেফাজতে রাখা হয়।