বগুড়ায় নূরজাহান বেগম (৪৩) নামের এক কর্মজীবি নারীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শহরের ছিলিমপুর দীঘিরপাড় এলাকায় । মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এলাকার একটি ভাড়া বাড়ী থেকে ঘড়ের তালা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের কথিত স্বামী শাহীন মিয়া পলাতক রয়েছে। শাহীন মিয়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড বয় হিসাবে কর্মরত । প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে নিহতের কথিত স্বামী শাহিন মিয়া তাকে হত্যা করেছে।
পুলিশের একটি দায়িত্বশীল জানায়, ইতি পূর্বে জেলার শিবগঞ্জে নিহত নূরজাহানের বিয়ে হয়েছিল। অতিসম্প্রতি সেখানের সংসার ভেঙ্গে যাবার পর শজিমেক হাসপাতালের পেছনের একটি জুট মিলে কাজে যোগ দেয় নূরজাহান । সেখান থেকে শাহীন মিয়ার সাথে তার সমপর্ক হয় । একটি অসমর্থিত সূত্র জানায় ,গত আগস্ট মাসে কোন এক তারিখে বগুড়া সদরের কদিমপাড়া গ্রামের দৌলতজ্জামানের ছেলে শাহিন মিয়ার সঙ্গে শিবগঞ্জ উপজেলার দাইমুল্যা গ্রামের মৃত সাবাশ শাকিদারের মেয়ে নূরজাহানের বিয়ে হয়। সেদিনই শাকপালা দীঘির পাড় এলাকায় জনৈক আব্দুস ছাত্তারের বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করে তারা। তবে আদেয় তাদের মধ্য বিয়ে হয়েছিল কি না সে বিষয়টি নিশ্চিত হতে পারেনি পুলিশ। এরই এক পর্যায়ে মঙ্গলবার রাতে ভাড়া বাসায় নূরজাহানের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ ও এলাকাবাসীর ধারনা সন্ধ্যার পর পর নূরজাহানকে গলা কেটে হত্যা করে ঘরে তালা দিয়ে পালিয়ে যান তার কথিত স্বামী শাহীন মিয়া। রাত ১০টার পর প্রতিবেশীরা সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানায় । পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘড়ের তারা ভেঙ্গে নুরজাহানের গলাকাট লাশ উদ্ধার করে মর্গে পাঠায় । হত্যার কারন সমপর্কে কোন ধারনা জানা না গেলেও ,স্থানীয় কৈগাড়ী ফাঁড়ী পুলিশের এসআই শরিফ জানান, নিহতের কথিত স্বামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।