বরগুনার আমতলী উপজেলা মৎস্য বিভাগ মঙ্গলবার পায়রা নদীতে অভিযান চালিয়ে ২১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩ টি বেহুন্দী জাল জব্দ করেছে। পরে ওই জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
জানাগেছে, মৎস্য সংরক্ষণ আইন রাস্তবায়নে আমতলী উপজেলা মৎস্য বিভাগ মঙ্গলবার পায়রা নদীতে অভিযান চালায়। এ সময় ওই নদী থেকে ২১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও তিনটি বেহুন্দী জাল জব্দ করেছে। যার আনুমানিক মুল্য ৬ লক্ষ ৭৫ হাজার টাকা। পরে জব্দকৃত জাল ওইদিন বিকেলে আমতলী উপজেলা মৎস্য অফিস মাঠে পুড়িয়ে ফেলা হয়। এ অভিযান পরিচালনা করেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, বরগুনা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্তকর্তা মোঃ মাহবুবুল আলম ও ক্ষেত্র সহকারী জগদীশ চন্দ্র প্রমুখ।